আমি এক মুসাফির-পথভোলা ।
আমার নেই জানা, সেই পথের ঠিকানা ।
আমার নেই জানা, দিনের শেষের আস্তানা।
ঠিকানার সন্ধানে- তাই খুঁজে খুঁজে ফেরা,
জীবন পথের বাঁকে-বাঁকে পথ চলা।
আমি এক মুসাফির- পথভোলা।
কখনো আশার স্বপ্ন করি ফেরি ,
কখনও বা নতুন দিনের স্বপ্ন দেখি।
কখনো বা অজানা পথে -
ঘুরে বেড়াই আপন মনে ,
খুঁজে বেড়াই জীবনের মানে।
আমি এক মুসাফির- পথভোলা ।
যদি গঙ্গা, পদ্মায় মিলতে পারে !
তবে মানুষ, কেন পারবে না মিলতে!
ধর্ম, বর্ণ, জাতির ঊর্ধ্বে উঠতে !
আমি সেই- সাম্যের স্বপ্ন দেখা -
এক স্বপ্নের- ফেরিওয়ালা।
আমি এক মুসাফির- পথভোলা।
এক মুসাফির- পথভোলা।