তুই যে আমার স্বপ্নের ছোট্টো ডিঙি-
আমার মনের সকল অনুভূতি।
তোর একটু একটু করে বেড়ে ওঠা-
ছড়ায় ছড়ায় কথা বলা-
সেই যখন শুরু হয়েছে ,
প্রথম তোর একটু একটু কথা বলা ।
আজও মনে হয় -
এই তো সেদিনের কথা!
তোর উল্টো করে বই ধরা-
যখন তোর অক্ষর জ্ঞান ও হয়নি সারা ।
শুধু ছবি দেখে গড়্ গড়্ করে-
পাতার পর পাতা পড়া,
পাড়া পড়শিদের অবাক করা,
মনে হয়-এই তো সেদিনের কথা!
সেই ছোট্টো বেলা থেকেই -
বই এর লাইন-গুলো একবার দেখেই-
মুখস্থ হয়ে যেত তোর,
ঠিক যেমন আছে লেখা।
তোর এই প্রখর স্মৃতি শক্তি -
আর সৃজনশীল মনটা'কে দেখে,
আমি মনে মনে জপেছি -
আমার ইষ্টদেবতাকে।
আমি কেবলই বলেছি তাঁকে-
তুমি যে ধ্যানে ব'সে শুনেছ,
আমার অন্তরের কথা'কে।
যেদিন থেকে আমার শরীরে -
ধ্বনিত হয়েছে তোর আগমনের হিল্লোল ,
সেদিন থেকেই আমি যে-
ডেকেছি তাঁকে একমনে।
বলেছি আমার ইষ্টদেবতাকে-
তুমি যাকেই দাও আমাকে ,
কেবল -বুদ্ধি দিও তাকে।
আর কিছু বলিনি তোমায় দিতে।
তাই আজ যখন দেখি ,
আমি যা চেয়েছি -
তার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি।
তাই আজ দুরু- দুরু বুকে ,
মন জেগে আছে এক-
অজানা আশঙ্কাতে!
আমি কি পারবো?
আমার এই স্বপ্নের ছোট্টো ডিঙি নিয়ে -
উত্তাল সমুদ্রে পাড়ি দিতে !
তীরে পৌঁছে যেতে!
তাই তো আজ আমি -
ইষ্টদেবতা'কে- মনে মনে জপে চলেছি ,
আমার এই ছোট্টো স্বপ্নের ডিঙিটা'কে
তুমি পৌঁছে দিও ওর অভীষ্ট লক্ষ্যে।