।।সম্পর্ক।।

।পিয়ালী চ্যাটার্জী।

সব সম্পর্কের নাম হয়না লেখা,
কিছু সম্পর্ক হয় এমনি এলোমেলো,
ভুলে যাওয়া কোনো পরিচয়ের ক্ষণ,
সব সম্পর্ক না হয় নামই না পেল।

সব সম্পর্কের হিসেব মেলেনা রোজ,
খাতাকলম কিংবা সমাজের চোখে,
পরোয়া করেনা সমাজের নিয়ম
কটাক্ষ দেয় অচেনা পাড়ার লোকে।

বাধা পড়েনা জন্মসুত্রে
কিংবা কোনো কাগজে করা সই,
নেই কোনো গলার হারের বাধন
অথবা কোনো পুরোনো ছবির বই।

কিছুই নেই অতীত ভবিষ্যত,
কোথাও নেই জড়ানো পিছুটান,
কিছু সম্পর্কে শুধুই ভালো লাগা
ভুলে যাওয়া কিছু মান অভিমান।

সব সম্পর্কের নাম হয়না লেখা,
হয়না কোনো নিখুঁত পরিচয়,
লাটাইহীন ঘুড়ির মত ওড়ে,
কিছু সম্পর্ক ব্যক্তিগত হয়।।

(০৮/০৫/২০১৭)