।। সাদাকালো ছবি ।।
। পিয়ালী চ্যাটার্জী।
অনেকদিন পরে ঘর গোছাতে গেলাম,
এদিক সেদিক এলোমেলো
ধুলোর পাহাড় ঘেটে
একটা পুরনো ছবির বই পেলাম।
অনেকদিন বাদে হাতের স্পর্শ পেলো
জড়িয়ে থাকা ছবির পাতাগুলো,
সাবধানে শক্ত মলাট খুলি
যত্নে মুছি ছড়িয়ে থাকা ধুলো।
বই এর ভেতর অতীত লুকিয়ে আছে,
পুরনো মানুষ চেনা অচেনা মুখ,
সাদাকালোর জগত থেকে উঠে আসা
হঠাৎ কিছু খুঁজে পাওয়ার সুখ।
রঙিন হয়ে ওঠে দুচোখের পাতা,
কিছু হারিয়ে গিয়ে ফিরে পাওয়া..
আবার আসুক কাছে সাদা কালো দিন,
এটা কি অনেক বেশী চাওয়া!
সহজ ছিলো মানুষগুলো...
আরো সহজ ছিলো দিন,
কালোসাদা মনে ছিলো স্বপ্ন রঙিন।
আজ যখন রঙিন ছবি ফোনের পাতায় ভাসে
খুব কি রঙিন লাগে ওই সাদাকালোর পাশে?
দিনকাল সব অন্যরকম অনেক,
বদলের হাওয়ায় এ এক নতুন যুগ,
এখন তো ফোনের মধ্যে ভরা
হাস্যময়ী সেল্ফি তোলা মুখ।
নিজের সময় নিজের জগত জুড়ে
আর ক্ষণস্থায়ী আবেগ সবার মনে,
রঙহীন সব রঙিন ছবির মানুষ
বন্দি সবাই রঙিন মুঠোফোনে।
আবার কবে ঘর গোছাতে যাবো,
আাবার কোনো পুরোনো ছবির বই পাব।
আবার কোনো অতীত রঙিন হবে,
কিন্তু...
আমরা সব রঙিন ছবির মানুষ
সত্যিকারের রঙিন হব কবে!
( ০৬/০৫/২০১৭)