।।প্রথম প্রেম।।
।পিয়ালী চ্যাটার্জী।
তখন আমি দশমশ্রেণী,
ফ্রক পরে আর দুলিয়ে বেনী
যেতাম স্কুলে ভোরে,
প্রথম প্রেম গলির পথে
দাঁড়িয়ে বিফল মনরথে
থাকতো করুণ অপেক্ষাতে,
কখন পলক তুলে
তাকাই আমি আড়ে,
কখন আমার নজর কাড়ে
কিংবা যদি ভুলে
ভাবি যদি স্বপ্ন ঘোরে
কল্পনাতে দুচার কথায়
একটু মনে ধরে,
লাল ফিতে আর দুলিয়ে বেনী
স্কুলের পথে ভোরে।
বয়স তিরিশ ছাড়িয়ে গেছে
প্রথম প্রেমিক হারিয়ে গেছে
স্মৃতির অগোচরে,
আজও দেখি স্কুলের কাছে
প্রথম প্রেম দাঁড়িয়ে আছে
গলির সেই মোড়ে,
বইয়ের ব্যাগ নিয়ে হাতে
তাকাই ফিরে অবজ্ঞাতে
প্রথম প্রেম চমকে ভাবে
দুলছে স্বপ্নঘোরে।
এখনও কোনো দশম শ্রেণী
লাল ফিতে তে দোলায় বেনী?
এখনোকি প্রথম প্রেমিক দাঁড়ায়
গলির মোড়ে?
এখন তো সব প্রথম দিনে
ফোন নাম্বার নেবে চিনে
দ্বিতীয় দিনেই হাতটা ধরে
ঘুরবে প্রেমিক জোড়ে,
গলির মোড়ে দাঁড়িয়ে একা
আরচোখেতে তাকিয়ে দেখা
সেসব এখন হারিয়ে গেছে
আধুনিকতার ঘোরে।।
১৭/০৬/২০১৭