।।কবি স্মরণ।।

।।পিয়ালী চ্যাটার্জী।।

কি লিখবো কবিকে নিয়ে..ভাবি,
 জন্মদিনে নতূন কিছু কেন!
কবি কি মনে হারিয়ে গিয়েছিলো!
হঠাৎ পেলাম কবি-হারানোর চাবি!

কবি আমার ভাষায় আছেন রোজ,
লেখার কালি হোক না অন্যরকম,
দোয়াত কলম নাই বা নিলাম হাতে
মুঠোফোনেই নিচ্ছি কবির খোঁজ।

জন্মদিন তো তোমার আমার হয়,
সবাই বাড়ায় অভিনন্দনী হাত,
তেমন করেই কবির স্মরণ হবে!
কবি কি মনে আলাদা কিছু নয়!

কবি আমাদের আরো অনেক বেশী,
যখন সুখ দুঃখ বিশেষ ভাবে আসে
জড়ায় কথা তোমার ভাষায় ভাবে;
তুমিই দিনের শুরু,তুমিই আবার শেষই।।


০৯/০৫/২০১৭