।। জীবন কবিতা ।।
। পিয়ালী চ্যাটার্জী।
মৃত্যু নিয়ে অনেক লেখো কবি,
অনেক গল্প অনেক কাব্য গান,
কিন্তু...
মৃত্যু কি কবির কথা পড়ে?
কখনো কি ছন্দে দিয়েছে কান?
মৃত্যু...
সে তার কোন অজানায় দেশ!
কে জানে সে ঘর করে কার সাথে!
শেষ ঠিকানায় কিসের যাওয়ার তাড়া!
কেন অপারগ মৃত্যু কে আটকাতে!
মৃত্যু....
তুমি দূরের দেশেই থাকো,
তোমার নাকি প্রাসাদোপম বাড়ী।
আমরা থাকি জীবনযুদ্ধে মেতে,
তোমার সাথে সাতজন্মের আড়ি।
কবি...
তোমরা জীবনকথা লেখো
হৃদপিন্ডের ছন্দেভরা লয়,
প্রাণের নাচন নিঃশ্বাসে প্রঃশ্বাসে
যে নাচ দেখে মৃত্যু পাবে ভয়।।
(০৬/০৫/২০১৭)