।। হারানো সুর।।
।পিয়ালী চ্যাটার্জী।
বৃষ্টি ভেজা রাস্তা আর হাল্কা বাঁশির সুর,
ভেজা হাওয়ায় ভেসে যেত দূর বহু দূর।
অলস পায়ে হেঁটে যাওয়া জলে আঁকিবুঁকি
বৃষ্টিভেজা সোঁদামাটির মিষ্টি গন্ধ শুঁকি,
হাত বাড়িয়ে বিন্দুগুলো জড়িয়ে ধরা খেলা,
রেলিং ধরে জানলা ধারে অলস দুপুরবেলা।
অলসতাই হারিয়ে গেছে অবসরের সাথে,
বিন্দুগুলো খেলা ফেলে বন্দী দুটো হাতে।
হারায় না আর দৃষ্টি দূরে বৃষ্টিভেজা ভোরে,
ভোরই কখন হারিয়ে গেছে গভীর ঘুমের ঘোরে।
রাত শুরু হয় মধ্য রাতে ফুরায়না তো কাজ,
আকাশ জুরে একলা পরে চাঁদ তারাদের সাজ।
সময় কোথায় হারিয়ে গেছে এমনি বসে থাকা,
গানের কলি বইয়ের পাতা লেখার খাতা ফাঁকা।
সময় আছে বৃষ্টি আছে আকাশ মেঘও আছে,
শুধু গুরুত্বটা হারিয়ে গেছে তোমার মনের কাছে।
কাজের শেষে টিভির জগৎ মুঠোফোনের টান,
গুগল দেখায় চাঁদতারা,হেডফোনেতে গান।
সেই সন্ধ্যা হারায়নি তো হাল্কা বাঁশীর সুর,
আজও ভাসে তোমার সাথে দূর বহু দূর।
তুমিও আছো দুহাত আছে বিন্দুগুলোও আছে
হারিয়ে যাওয়া সুর শুধু বন্দী মনের কাছে।।
(১৮/০৭/২০১৭)