।।বর্ষার অনুভূতি।।
।পিয়ালী চ্যাটার্জী।
অনেকটা অন্ধকার জমা আকাশের কোণে
ভাবছিলাম মনে মনে...
তবে কি জমবে আজ আষাঢ়ের বেলা!
বৃষ্টি তো কবে থেকেই দিচ্ছে ফাঁকি
হয়তো আজকেও গল্প বাকি!
কে জানে বিদ্যুৎ এর শুধুই লুকোচুরি খেলা!
রোজই তো আশায় থেকে আশাহত হই,
আরো একদিন সই,
একটু না হয় আভাস দিলো, নাইবা হল ঝড়।
ইলশেগুঁড়ি হলেও হতে পারে আজ,
দুচারটে পড়লো জোরে বাজ।
একটু যেন থমকালো বা চমকালো বারঘর?
প্রস্তুতি জোরকদমে ভালোই হল বেশ,
বাতাসেও ঠান্ডার রেশ,
জ্যৈষ্ঠর শেষ আর আষাঢ়ের প্রস্তুতি,
যতটা গর্জালো ততটা বর্ষালো কিনা,
নাকি বজ্রপাত মেঘবিনা!
কিহবে ভেবে,তবুতো পেলাম বর্ষার অনুভূতি!
(১২/০৬/২০১৭)