।। ভোরের পাখি।।

।পিয়ালী চ্যাটার্জী।

জানো, আমি ভোরের পাখি,

সকালবেলায় তখন তোমার দুচোখ ঘুমে বোজা,
তখনো তোমার মন আঙিনায় চলছে স্বপ্ন খোঁজা,
আমি তখন নীল আকাশে মেলছি মনের পাখা,
খোলা চোখেই নতুন ভোরের রঙিন স্বপ্ন আঁকা।

জানো,আমি ভোরের পাখি,

আকাশ তখন আবির মাখা,আধো আলোর ঘোর;
কখনো কি দেখেছিলে আকাশ থেকে ভোর?
দীঘির পারে সুর্য এলেন,লাজুক মুখে হাসি,
জলছবিতে রঙ যেন তার কৃষ্ণচূড়ার রাশি।

জানো, আমি ভোরের পাখি,

আমি তখন রঙিন জলে সারছি ভোরের স্নান,
সবুজ গাছের ডালে ভাসে ফাগুনপাখির গান।
আরো দূরে আকাশ জুড়ে উড়ছে বকের সারি,
আমি তখন জল ছুয়ে যাই নিরুদ্দেশের বাড়ি।

আমি তখন দূরের পাখি,স্বপ্নডানা ওড়ে,
থাকবে জেগে আশায়,আমি আসব কোনো ভোরে।।

(০৭/০৫/২০১৭)