========================¶¶¶
নেতা এখন অভিনেতা
          অভিনেতা নেতা
দুয়ের ঠ্যালায় আমজনতার
            হারিয়ে গেছে ছাতা।

ভোট তন্ত্রের লেবাস পড়ে
                রাজ তন্ত্রের চাষ
বিনা বাক্যে এই ফসল  
            খাচ্ছি বারমাস ।

স্বাধীনতা পরাধীনতা
         গুলিয়ে গেছে তাই
এমন ধারা গণতন্ত্র
                ত্রিভুবনে নাই।।
¶¶¶========================