=======================¶¶¶
প্রতিশ্রুতির তোড়ে হঠাৎ
ভেসে গেল জনগণ
রাজা বলেন বাঁচা ওদের
ওরা আমার ভোটের ধন।
হারাধনের ছেলের মত
হারিয়ে যদি যায়
আগামী ভোটে ভোট দিবে কে
বুক কেঁপে নামে পায়।
প্রান যদি যায় যাক
হাতটা বেঁচে থাক
ভোটের মেশিন হাতে চলে
প্রানের কি প্রয়োজন?
¶¶¶========================