মন ভালো নেই-
মনকে শুধাই, পৃথিবীর ঘুমে
তুমি ও ঘুমাও রওনা কেন চোখ বুজে;
অন্তহীন পথে কি পাবে শুধু খুঁজে।
চোখ ভালো নেই-
চোখের তারায় মোহের ছায়া
পঞ্চমীর চাঁদে লেগে আছে 'শ্বাপদ' কায়া
পাতাল থেকে ডাকছে নিশি করুনসুরে, এ কোন মায়া ।
মুখ ভালো নেই-
এখনও ফুটেনি ক্ষিধের ভাত
চৌকি বদল বিজলী এখন ভাঙ্গ কপাট
দর্শন আর বিশ্লেষণে বিষক্রিয়া
অযুত যোজন নক্ষত্রতে স্তব্দ হিয়া।।