অন্তর মাঝে অন্তর খুঁজে অন্তর কভু কি ভরে?
ব্যর্থ জীবনে ব্যর্থ পদে ব্যর্থ আশা কি করে?
তপ্ত মরু তপ্ত তরু তপ্ত রোষানলে
সিক্ত বারি সিক্ত বাতাস সিক্ত হলাহলে।
চাঁদের জ্যোৎস্না চাঁদের শোভা চাঁদের অহংকার
পৃথিবী স্নাত পৃথিবী স্নিগ্ধ পৃথিবীর অধিকার।
প্রেম শাশ্বত প্রেম মুক্ত প্রেম জীবন সুর
জীবন লোভাতুর জীবন বদ্ধ জীবন অচিনপুর।
ভাষাহীন মুখ ভাষাহীন বুক ভাষাহীন ভালোবাসা
আশাহীন চোখ আশাহীন বাঁচা আশাহীন সুখে ভাসা।
অস্থির গতি অস্থির মতি অস্থির সন্ত্রাস
শান্ত বিজন শান্ত ধরণী শান্ত 'এ' কারাবাস।
আনন্দ যজ্ঞে আনন্দ চিত্তে আনন্দ করুণাধারা'য়
মুক্তি সুরে মুক্তি হৃদয়ে মুক্তি পাগলপারা'য়।
শান্তি গোপনে শান্তি মননে শান্তি খুঁজে জীবন
ব্যথা চিরদিনে ব্যথা ক্ষণেক্ষণে ব্যথায় যার সমাপন।