@@@@@@ অতীত @@@@
------------------------------
হাজার বছর অতীতে
'টাকা পয়সা' তফাতে
জংলা বনে খাবার খুঁজে
পেট ভরলেই চোখ বুজে।।
@@@@@@@ বর্তমান @@@@@
-----------------------------------
বর্তমানে পেট ভরে না, জমির দখলদারি।
দিগন্তকে ও চাই অধীনে,মনের ঘরে চুরি।
আলো থাক শুধুই নিজের, পরের ঘরে আঁধার।
তোর পেটে 'চরা' পড়ুক,মণ্ডা মিঠাই আমার।।
@@@@@@@@ ভবিষ্যত @@@@@
--------------------------------------
"টাইম মেশিনে'' চড়ে,
চল আসি ঘুরে।
দুই পায়েতে নেই কেউ,চার পায়েতে হাটে
নিজের রক্ত মাংস গুলো, লেগে আছে দাঁতে।
চারিদিকে "হুশ" গুলো ,ঘুরছে নিরন্তর
"মানুষ" কোথায় ,এই কি তবে "ফুস্ মন্তর"।।
@@@@@@@@@@@@@@@@@