ছোট্ট একটি বুকে,
মুঠো ভরা বৃষ্টি নিয়ে ছুড়ে দিলে তুমি;
অনর্গল পাতা ঝড়া বৃষ্টি।
শিহরিত মেঘের হাতে,
বেজে উঠল বিরহের তানপুরা।

নিজের সঙ্গে কানাকানি
অষ্টপ্রহর বাধা রঙিন রুমালে
চাঁদ কামড়ে ধরে বেঁচে আছি
একাকী দীর্ঘশ্বাসে তুমি কি পেলে?

মহাশূন্যের শূন্যতায় ,
          জ্বালা হীন নিভৃতে;
তোমার প্রিয় হারিয়ে যাওয়া বিষম যুদ্ধ
কিংবা শেকল বাধা ক্ষত বিক্ষত না বলা কথা;
আমার কুঁড়েঘড়ে ছেড়ে যাওয়া গল্প
হৃৎপিণ্ডের মত এখন ও কাঁপে,
নষ্ট সময়ের কষ্ট বুকে নিয়ে
এক চিলতে রৌদ্রের অপেক্ষায়।।