এই শহর, অস্তিত্ত্বের চোরাবালি
প্রান আছে তবুও মনখালি
কষ্ট রা দেয় হাত তালি
                   "নিরালায়"
ফুটপাতে ঐ নিয়ন আলো
চোখের জল নিংড়ে নিল
নির্লিপ্ত সময়ের রং কালো
                    "আশন্কায়"
জীবন বিক্রী হয় রাতদিন
ব্যথারা বলে কথা অন্তহীন
বিনিময় খোঁজে প্রেমের্ ঋণ
                       "ব্যর্থতায় "
এই শহর, ব্যস্ততা ঘেরা বিশ্রাম
        বেঁচে থাকা মানে সংগ্রাম
         টাকায় ঢাকা ঘামের দাম
                         "মানবতায় "
চারিদিকে ঘেরা নাগপাশ
চোখে চোখে ঘুরে সর্বনাশ
বেঁচে থাকা নাকি দীর্ঘশ্বাস
   "       সভ্যতায়"।।