সু....
তুই কেমন আছিস্?
এখনও কি খোলা চুলে পূজোর ঘরে বসে থাকিস্ আনমনে?
কি কথা বলিস্  নিজের সাথে বড্ড জানতে ইচ্ছে করে।
কাজল কালো চোখে আরোও একটু বেশি কাজল পড়ে
যখন আকাশের দিকে তাকিয়ে থাকতি, তখন চাঁদ ও
লজ্জায় মুখ লুকোতো মেঘের কোলে।
আবশ্যক জীবনের খেলা ঘরে আজ দুজনের অনাবশ্যক অবস্থান।
স্মৃতির রাত গভীর হলে ,না ফোটা গোলাপের বিষন্ন সংলাপ মিশে যায় অবিন্যস্ত অন্ধকারে।
আজ নিঃসঙ্গ সমান্তরাল পথ খুঁজে ফিরে ফেলে আসা না বলা কথারা--
হেঁটে যায় বিরহের উঠোন ছুঁয়ে কোন এক নাম না জানা তেপান্তর এর মাঠে....
যেখানে সমস্ত ব্যথা একত্রিত করে দাড়িয়ে আছে শূন্যতা বুকে নিয়ে। ✨