চল এসে দাঁড়াই ---
বিশ্বাস-ভরসার ভগ্নাবশেষে;
প্রেম-ভালোবাসার ভগ্নাবশেষে;
মানবতা আর আস্থার ভগ্নাবশেষে;
দাঁড়িয়ে গাই বেঁচে থাকার গান।
ভগ্নাবশেষের উপর তৈরী করা তাসের ঘরে,
উপভোগ করি বাদশা,রাজা আর জোকারের খেলা।
মুখোশের আড়ালে, শিকড়ে বিষাক্ত জলের মিশ্রন।
নিজের ছায়া দেখেও অনেক সময় আঁতকে উঠি, মনে হয়
আমি'ত।
ভাঙ্গনের শব্দে কেঁপে কেঁপে উঠছে জলে ভাসা নৌকাগুলো।
শূন্যতা আর একাকীত্বের প্রতিপত্তি বাড়ছে নীরবে।
চল এগিয়ে যাই বিকার গ্রস্থ নির্ঝুম এক দ্বীপের দিকে।
সেখানে সর্বনাশা প্লাবন ভাসিয়ে নেবে বাকী মানবতা টুকু
তারপর--
তারপর হব ইতিহাস।।