=========================¶
তোমার আছে স্মার্টফোন
আমার ক্যাবলা ফোন
তোমার মনে ফেসবুক
আমার বুক ধুকপুক
তোমার গাড়ীর ষ্টিয়ারিং
আমার সাইকেলের বিয়ারিং
তোমার চোখে শুধুই টাকা
আমার চোখে তুমি একা
তোমার আমার ভালবাসা টি-20 ম্যাচ
জেতার মুখে ফেলে দিলে NRI এর ক্যাচ।।
¶========================