(এই দুর্নিবার সময়ে স্কুল অনেক দিন বন্ধ কবে সব স্বাভাবিক হবে কেউ জানে না।আজ শৈশব গৃহ বন্দী চার দেওয়ালে । সেই সব শিশু-কিশোরদেরউদ্দেশ্যে উৎসর্গিত)
==========================¶
মাগো আমি ঘুড়ি উড়াতে চাই,
কাগজ প্লেনে ঘুড়বো সারা জগৎ।
বন্ধুরা সব কোথায় হারিয়ে গেল,
মুঠো ফোনে বন্দী আমার জগৎ।
অনলাইন আর অফলাইন
গুলিয়ে গেছে শেষে
মাগো আমি দিশেহারা
জোকার এর এই বেশে।
স্বপ্ন দেখতে ভয় পাই মা
আসে না তো পরী
সকাল বিকাল পড়া পড়া
দিচ্ছি হামাগুড়ি।
মাগো আমি প্রজাতির
পাখনা ছুঁতে চাই
ওদের রঙে রাঙিয়ে আবার
মুক্ত হতে চাই।
তোমাদের সব আশা গুলো
মোদের কাছে বোঝা
এই কথাটা তোমার কাছে
নয়তো এতো সোজা।।
নাইবা হলাম ডাক্তার কিংবা বড় আমলা;
নাইবা হলাম ইঞ্জিনিয়ার , নাইবা লড়লাম মামলা
নাই বা হলাম কর্পোরেটের ঘোড়া,
নাই বা হলো মার্র্সিডিজে চড়া;
"মানুষ " হয়ে কাটিয়ে দেবো মাগো
গুনব রাতে লক্ষ কোটি তারা।।