আজ স্বপ্নেরা ফুটপাতে।
লুন্ঠক, বুদ্ধিজীবি  ক্রেতা বিক্রেতার আসনে।
কার্ল মার্কস, যুদ্ধ বিরোধী গান প্রত্যাখিত।
কাশফুলের বালিশে শুয়ে প্রতিবাদ
আত্ম হত্যার সমতূল্য।
ভবিষ্যৎ হীন বর্তমানের মুখে
জিব কাটা বিবেক।
মানবতার শেষতম ব্যাচ আজ উৎকৃষ্ট
শোষিতের পরিচয়।
মুষ্টিবদ্ধ হাতগুলো কবে জেগে উঠবে?
জীবনের শ্রেষ্ঠ শপথ পাঠে
মুখরিত হবে রাজপথ।
শোষনের দীর্ঘ রাত শেষে
জন্ম নেবে এক সূর্য জ্বলা ভোর।।