খড়কুটো দিয়ে বাসা বাঁধে যে পাখি
ঝড় বুকে নিয়ে উড়ে যায় একাকী
বাসার কোনো ঋণ নেই
ফেলে আসার ক্ষণ নেই
সব ভুল ফেলে যেতে হয় একদিন।
শেষেই শুরু না শুরুতেই শেষ
সেই থেকে বাসা বাঁধে শুধু অবশেষ।
যে নদীর কূল ভাঙ্গে নীরবে
সেই তীর বসে কী ভাবে?
ভাঙ্গার শব্দে কি খুঁজে ঢেউ?
সেই ব্যথা বুকে নিয়ে জাগে অন্য কেউ।
শব্দ হারায় নিস্তব্ধতার গানে
ভাঙ্গনের সুর লুকায় অভিমানে।
জীবন যেন লুকোনো মেঘের সারি
সুনীল আকাশে সুতো ছেঁড়া এক ঘুড়ি।।