==========================¶
বুকের মাঝে স্নিগ্ধ সবুজ পথ
তোমার আমার হাত ধরাধরি
হঠাৎ ছুটে পেরিয়ে এলাম কোথা
সামনে দেখি সূর্য দীঘল বাড়ী।

সেই বাড়ীতে তোমার আমার মতন
হুবহু দেখতে নরনারী
তোমার মুখে সন্ধ্যার মেঘমালা
আমার চোখে সাতটি রঙের সারি।

তোমার হাতে আমার শীর্ণ হাত
ঝাপসা চোখে গত দিনের গল্প
এত দিনেও বুঝলে না যে তুমি
ভালো বাসি তোমায় অল্পসল্প।

এক জীবনে কতটুকু পথ
তাও হারায় বাকী পথের সাথে
নাই বা হল বলা 'ভালোবাসি';
এইত আছি বেশ চলছে জীবন,
তোমার "ভালোতে" আজ ও
বেঁচে আছি..........।

¶¶==================================================¶¶