|এসো| নতুন প্রভাতে সোনালী আলোর উদ্দীপনা
|হে| উষার কিরণ দান কর কলুষতা হীন সকাল
|বৈশাখ| তোমার কালবৈশাখী উড়াক মনের আবর্জনা
|এসো| বিভেদ ভুলে প্রান খুলে খুঁজি আগামীকাল।
|এসো| সমীরণ সৌরভ মাঝে
|শুভ| চিন্তায় হৃদয় সাজে।
|নববর্ষের| গান ভাসে হাওয়ায় হাওয়ায়
|সাদর| এ বরণ কর পাওয়া না পাওয়ায়।
|সম্ভাষণ| তোমায় 'হে সুখের বীন'
|সকল| হতাশা নিমিষেই হোক লীন।
|কবি| আশ্রয় পাক কবিতার মাঝে
|বন্ধুদের| ভালবাসা থাকুক সকাল সাঁঝে।।
*************************