কবি হতে চাই না আমি, কবিতা হতে চাই
তুমি পড়বে বলে।
রঙ হতে চাই না আমি, তুলি হতে চাই
তুমি আকবে বলে।
মেঘ হতে চাই না আমি, বৃষ্টি হতে চাই
তুমি ভিজবে বলে।
সিঁদুর হতে চাই না আমি, আবীর হতে চাই
তোমায় রাঙাব বলে।
নয়ন হতে চাই না আমি, কাজল হতে চাই
তোমায় সাজাব বলে...........
স্বপ্নলোকে তোমার প্রকাশ, আমার পরবাস।
ক্ষণে ক্ষণে স্মৃতির কোনে তোমার বসবাস।
নাইবা হোল মাটির ঘ্রাণে নগ্ন পায়ে চলা।
নাইবা হোল মনের মাঝে মনের কথা বলা।
নাইবা হোল পলাশ বনে শিমুল খুঁজে পাওয়া।
নাইবা হোল দুহাত দিয়ে দিগন্তকে ছোঁয়া।
নাইবা হোল পুষ্পবাস মুগ্ধ সঙ্গরসে ;
নব ছন্দে রইবো 'দোঁহে' নিঃশ্বাসে প্রশ্বাসে।