আমি চলে যাচ্ছি সৃষ্টির শ্রেষ্ঠ জীবের লাম্পট্য র
চিহ্ন নিয়ে স্রষ্টার কাছে...
শুধু তার কাছে একটাই প্রশ্ন সৃষ্টির শ্রেষ্ঠ জীবের
তকমা কে দিয়েছে?
তুমি?
না নিজেরাই নিজেদের শ্রেষ্ঠ বলে শ্লাঘা অনুভব করে?
কোন দৃষ্টিকোন থেকে এরা শ্রেষ্ঠ?
দুর্বল এর উপর সবলের অত্যাচার এর জন্য?
অন্যর অধিকার ছিনিয়ে নেয়ার জন্য?
নাকি লাম্পট্য র জন্য!
বর্তমান তথাকথিত সমাজ ব্যবস্থা আর জঙ্গলের সমাজ ব্যবস্থা তুলনামূলক অবস্থানে ওরা এগিয়ে---
কারন শুধু মাত্র খাদ্যের জন্য ওরা হত্যা করে
আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব!!!!
এসেছিলাম তোমাদের সেবা করতে
কিন্তু তোমরা আমায় কি দিলে?
কিছু দিন থাকবে আমায় নিয়ে উন্মাদনা
মোমবাতি মিছিল, কালো কাপড়ে মুখ ঢেকে প্রতিবাদ
ইত্যাদি ইত্যাদি......
তার পর একদিন সবাই সব কিছু ভুলে যাবে
আমি যে শ্রেষ্ঠ জীবের শিকার তার/তাদের কথাও আস্তে আস্তে অতীত হবে।
এভাবে আবার একদিন আমার পথ ধরে এগিয়ে যাবে
অন্য কেউ...
এ ভাবেই চলবে শ্রেষ্ঠতার পরম্পরা।
আর কত দিন ঘুমিয়ে রবে?
মোমবাতির মৃদু আলোয় তীব্র অন্ধকার দূর হয়না। ।
কালো কাপড়ে মুখ ঢেকে প্রতিবাদ হয় না।
মশালের আলোয় তীব্র কন্ঠে চিৎকার করে বলো
"আমি মানুষ হতে চাই"
সৃষ্টির শ্রেষ্ঠ জীব নয়......
তাহলেই তৈরী হবে মানবিক সমাজ ব্যবস্থা।
বন্ধ হবে আইন নিয়ে ছেলে খেলা।
গড়ে দিনে নব্বই জনকে হতে হবে না লালসার শিকার*
এই রুগ্ন সমাজ ব্যবস্থার জন্য কেউ দায় এড়াতে পারে না
কেউ না..
কেউ না...
*২০২২ সালের সমীক্ষা অনুযায়ী।