পৃথিবীর গতিপথ থেকে বিচ্যুত লোভের আশ্রয়-
"জীবন"
সংকল্পে কর্মচ্যুত পৃথিবী কাঁদে যখন-"অক্ষম"
অসংলগ্ন স্মৃতির সংগ্রহে ব্যস্ত বৃষ্টির চৌকাঠ-
"মতিভ্রম"
মৌখিক বিদ্রোহে অন্তরের শিশুর বিলাপ-"ম্রিয়মান"
কারারুদ্ধ আয়ুর প্রতিরোধে বারোমাস-"দ্বন্ধ সমাস"
বিষবাষ্পে জীর্ণ ভবিষ্যতের ধ্যানে আরাধ্য-"প্রলুব্ধ"
অন্ধ বিশ্বাসে ক্ষুধা ও ক্ষুধার পরিমাণ খোঁজা-
"ইতিহাস"
মশালের নিভে যাওয়া শেষ আলোর বিন্দু-"স্বপ্ন"
বালখিল্য জীবনের স্রোতে ভাবনার স্পর্শ-
"অভিজ্ঞান"
বিলম্বিত লয়ে তুলনীয় মেরুবিপর্যয়-"সংশয়"
মোহ তৃষ্ণার আগুন উপেক্ষা করার বীজ মন্ত্র-
"আত্মদহন"
ভাষা হারা বুকে ঝড়ের বিদ্রোহ-"বেঁচেথাকা"
স্বপ্নাবিষ্ট হৃদয় শিয়রে ঘুমের ঘোরে বিলাপ-
"পূর্বরাগ"
সত্য-মিথ্যা,ন্যায়-অন্যায়,আশা-নিরাশা-"বৈপরীত্য"
কবির মনে চুইয়ে পড়া অনুভবের নির্বাক বিদায়-
"কবিতা"