ভোট ফুরোলো জোট ফুরোলো
                 কোভিড হাসে দেশে
কোভিডের খাজনা দিতে
                 লোক ফুরালো শেষে।

কোভিড এলো চুপিসারে
                    খাজনা নিবে বলে
এক এক করে হাসপাতালে
                    গেলাম সবাই চলে।।

বাবা,মা,আর আমি গেলাম
                          লড়াই লড়তে
কোভিডের খাজনা
                  হবে যে আজ ভরতে।।

১৪ দিনের লড়াই শেষে
                     ফিরে এলাম ঘরে।

মা,তখন ভেন্টিলেশন বাবা,আই সি ইউ
   কোভিড আমার বুকের উপর
                      নাচছে তাথৈ থৈ।।

২১ দিনের লড়াই শেষে
                যুদ্ধ হলো সাঙ্গ
খাজনা নিয়েই গেল কোভিড
                মা দিল রণে ভঙ্গ।

বাবা এখনো আই,সি,ইউ
                  জানিনা কি হবে
কোভিড নামের করাল থাবা
                আর কত কি নিবে।।

ঘুম জাগানো গানেও আমার
                মা যে জাগে না
চাঁদের দেশে হারিয়ে গেল
                     স্নেহময়ী মা।।


(আমার জীবনের চরম সত্য জানিনা কবিতা হলো কিনা)