সঙ্গে আছে সঙ্গে থাক
রোমাঞ্চকর সোঁদা গন্ধ
উড়ন্ত সব জোকারগুলোর
শুকনো ভেজা আমিষ গন্ধ।
আঁকড়ে ধরা গলা থেকে
বুক অব্দি কিসের গন্ধ?
বালির নীচে মাথা অব্দি
তবুও পাই সেই গন্ধ।
ছুটে আসা ঢেউ গুলোতে
ছড়িয়ে পড়ে যাবার গন্ধ।
মুষ্টিবদ্ধ জীবন যাপন
স্থির অস্থিরের হালকা গন্ধ
বাতাস থেকে আসছে ভেসে
হৃদয় পোড়ার তীব্র গন্ধ।
গন্ধ দ্বন্দ্ব ছন্নছাড়া
প্রতিকৃতির বিষম যুদ্ধ
পোড়ামাটি দিশেহারা
নিয়তির হাতে সব আবদ্ধ।।