এক আনাতে ভবে আসা
বাবা মায়ের আদর
দূই আনাতে লম্ফঝম্ফ
এক্কে বারে বাদর।
তিন আনাতে স্কুলে যাওয়া
প্রথম কান মলা
চার আনাতে বুকে দোলা
ছেলে মেয়ে খেলা।
পাঁচ আনাতে স্কুলের গণ্ডী
টেনে টুনে পার
ছ আনাতে প্রথম চিঠি
হৃদয় তোল পাড়।
সাত আনাতে কোনমতে
পড়াশোনার ছুটি
আট আনাতে কর্মক্ষেত্র
ঝোলাগুড় পাউরুটি।
নয় আনাতে নব রাগ
নতুন জীবন শুরু
দশ আনাতে ল্যাজে গোবরে
অর্ধ মানুষ অর্ধ গরু।
এগার আনায় নতুন অতিথি
বেবী ফুডের বায়না
বার আনায় চুল সাদা
পকেট কথা কয় না।
তের আনায় নতুন করে
স্কুল ফর্মের লাইন
চোদ্দ আনায় কর্মহীন
সারা জীবনের ফাইন।
পনের আনায় চিনির ব্যারাম
ওষুধের বিল বাকী
ষোল আনায় এসে দেখি
ষোল আনাই ফাঁকি।।