এই খানেতে সবই চলে---
কান্না, হাসি, চোখের জলে
সকাল বেলা সূর্য খেলে-
মানুষ নামের রোবট চলে
সকাল,বিকাল, সন্ধ্যা কালে।।
মিছিল চলে, মিটিং চলে
হঠাৎ হঠাৎ মেশিন চলে---
লুটিয়ে পড়ে দু'পেয়ে কেউ
ঘুমিয়ে পড়ে মাটির কোলে।।
এই খানেতে সবই মিলে---
তপ্ত মাঠের হাওয়ার কোলে
পয়সা দিলে সবই মিলে
মাঝ রাতেতে মুজরো চলে
ভালোবাসার রং মহলে।।
এই খানেতে সবাই ছোটে-
রেসের মাঠে ঘোড়া ছোটে
বিবেক টাকে পিছনে ফেলে
তার ই সাথে "জীবন" ছোটে।।