পাগলা ষাঁড়ে করলে তাড়া
চেচাস্ না ভাই স্যান্ড পরি
ডন বৈঠক যতই করিস্
ভরসা তখন দয়াল হরি।
পূন্য ফলের দোহাই দিয়ে
পার পাবিনা ষাঁড়ের গুতো
লাটাই হাতে ছিড়লো তবু
উল্টো হাওয়ায় ঘুড়ির সুতো।
রাস্তা যেন গোলক ধাঁধা
ডাইনে বাইয়ে মোচর মারে
হঠাৎ রুচি নেই পায়েসে
'দৈব' বসে আয়েশ করে।
তবলা বাজে তাধিন তা
যেথায় যাবি দৌড়ে যা
পেটের মাঝে মারছে ঘুসি
বুকের বায়ে ডাকছে পুসি।
মাথায় যদি শিং গজাতো
গুতো গুতি জমতো বেশ
চর্কি পাকের ডিগবাজিতে
মারপ্যাঁচে কম্ম শেষ।
কাঁপছে হাত কাঁপছে পা
পাউরুটি তে পেরেক লাগা
মুষ্টিযোগের বিধান মেনে
ষাড়তন্ত্র নিপাত যা।।।