আমি বেচে তুমি কিনলাম
তুমি বেচে আমি
দুই বেচে সুখ কিনলাম
নিঃস্ব হলো ভূমি।

নিঃস্ব ভূমি নয়কো দামী
নেই তো সেথায় জল
জল বিহীন ভূমি যেন
শুধু ই মাকাল ফল।

মাকাল ফল ভেঙ্গে পাই
মা-কাল-ফল
ফল গেল কালের পেটে
'মা' কে তুই বল।

'মা' কে খোঁজে না কেউ
গোনে শুধু  মনের ঢেউ
ঢেউ গুলো মানে না বাঁধা
জীবন  মানে শুধু ই ধাধা।

ধাধার মাঝে শুধু ই 'ধা'
নেইত সেথায় সারেগা
সারাজীবন  খুঁজে যাওয়া
সা-রে-গা-মা-পা।।

----------------------
ভূমি-মানব জমিন
মা--মানবিক মূল্যবোধ