তোমার আগুন হারিয়ে ফেলেছে পথ
সন্ধে নামছে হঠাৎ তোমার মুখে
আকাশে তারার মিছিলে শ্লোগান
খুঁজে ফিরি আজও পুরোনো বন্ধু কে।
এক জীবনে সংলাপে মোরা সংলাপ
আড়াল করে জীবনের বিচ্যুতি
সব ঠিক ঠাক বাঁচার ব্যর্থ প্রলাপ
জীবন খোজে শ্রান্ত পায়ের ছুটি।
ক'জন আর বাঁচার মত বাঁচে
ক্লান্ত ঝড়ে রোদে বৃষ্টি কাটুক
নিরন্ন মুখে অন্ধকারের গান
সময় নাও "ভাতের কবিতা" ফুটুক।