শূন্যরে করিব পূর্ণ
এ নহে প্রত্যাশা।
জীবনের ক্লান্ত পথে,
এ মোর ভালোবাসা।
মর্তের মৃত্তিকায় গড়া
এ স্বর্গলোকে,
লিখা আছে কত কথা
স্মৃতির পলকে।
হেথা নয় ,সেথা নয়,
কোথা আছে কে বা কয়-
তোমার হৃদয়
মাঝে খুঁজি আশ্রয়।
নিস্প্রভ আলোক মেলায়
প্রদীপের কিবা প্রয়োজন
ব্যর্থ এ দিনলিপি ,
ছিন্নগানের স্বরলিপি
কবিতায় যার সমাপন।।