জাপটে ধরে মন আড়ালে
বৃষ্টি তখন গলির মোড়ে
একটু লুকাই কাঁদবে বলে
হলুদ পাখি গেল উড়ে
ডানার মাঝে কিসের স্বপ্ন খোঁজে
ভিড় করে সব উল্টো নরম হাওয়া
মুখ ঘসে যায় আনমনে নিজে
এক মুহুর্ত 'এ' সময় খুঁজে পাওয়া
ভিজে যাওয়া শরীর বৈপ্লবিক
হেস্তনেস্ত হোক তবে আজ
নক্সা কাটা উল্কি শৈল্পিক
সভ্যতায় আজ অসভ্যতার সাজ
চোখের কোনে নিদ্রাউলির নেশা
অন্ধ আকাশ বন্ধ জলের ভাষা
রাত নামছে নিয়ন আলোর মাঝে
হাতে নিয়ে "শকুনির পাশা"....