আমার শহর তুমি কতটা আপন
কার সাথে কর তুমি রাত্রি যাপন।
বিনিদ্র শহরের ইতিকথা শোনে কি কেউ?
আমার শহর তুমি ক্লান্তিহীন
বয়ে চল অবিরত নিদ্রাহীন
তোমার চোখে স্বপ্নরা মুখ লুকায়।
আমার শহর তুমি মিশ কালো
তোমার বুকে জ্বলে কত আলো
সে আলোতে শ্বাপদেরা ঘুরে বেড়ায়।
আমার শহর তোমার শ্বাসকষ্ট
হারিয়েছে ইনহেলার ফুসফুস নষ্ট
কালো বিষ বুকে নিয়ে বেঁচে আছো জীবন খেলায়।
নিয়ন আলোর নীচে ছেঁড়া কম্বল
লুকিয়ে থাকে নিয়ে শেষ সম্বল
তোমার বুকের মাঝে হঠাৎ হার্ট অ্যাটাক।
তবুও তুমি আছো ভালো ধূলো মাখা মুখে
আর কার্বনের কালো বিষ বুকে।
দিনান্তে উষ্ণতার পরশে লুকাও অবক্ষয়ের সুখ
রূপালী চাদরে ঢাকা পড়ে যবনিকার দুঃখ ।
ইটের পাঁজোরে বোবা কান্নারা
খুঁজে ফিরে আকুলতা।
পিচের বুকে নগ্ন পায়ে লেখা থাকে
"শহরের ইতিকথা"।