শীর্ণ শরীরের চোখের তারায় আজও স্বাধীনতা
খুঁজে ফিরে,
আর কতকাল রক্তচক্ষু স্বাধীনতা নেবে কেড়ে।
মাতৃভূমি হয়েছে উজাড় মিষ্টি কথার চালে
চাষির কাঁধে লাঙ্গল চাপিয়ে ফসল নিজের দলে।
একি স্বাধীনতা! এনেছি আমরা ভাবে ওরা বসে
ছবিতে,
গেড়েছে আসন নিয়ে হলাহল লোভের কালিমা
হাতে।
পরাধীনতার শৃঙ্খলে জড়ানো করুন স্বাধীনতার
আলাপ।
আকাশে বাতাসে আজো ভেসে বেড়ায় শোষিত
প্রানের বিলাপ।।