স্বাধীনতা কোথায় তুমি,রেল লাইনের ঐ ঝুপড়ি ঘরে?
স্বাধীনতা কোথায় তুমি,ভূখা পেটে ,নাকি আস্তাকুড়ে?
স্বাধীনতা তোমায় খুঁজে ছাপ্পা মারা বেকার গুলো
স্বাধীনতা মুখ লুকালে ক্ষিধের পেটে, ওরা যখন গুলি খেল।
স্বাধীনতার সংজ্ঞা খুঁজি রেশন লাইনে আনমনে।
স্বাধীনতার সংজ্ঞা জানে ভোটের বাজার কানেকানে।
ছটফটানি রোগী যখন বিনা বেডে বারান্দাতে
স্বাধীনতা কোথায় তুমি, অট্টালিকায় না ফুটপাতে।
স্বাধীনতা তুমি বিকিয়ে গেছ
গোটা কয়েক দালালের হাতে।
তোমায় নিয়ে খেলছে তারা
সকাল বিকাল সন্ধ্যা রাতে।।