রাত ১২ টার পর মন খোঁজে তার ঘর
আমার পরবাস
তোমার সহবাস
এ কোন নিশ্বাস
কোথায় বিশ্বাস
রাত ১২টার পর কুকুর গুলো কাঁদে
স্ট্রীট লাইটের আলো
লাগে নাতো ভাল
ছন্নছাড়া পাখি
করে ডাকাডাকি
রাত ১২টার পর নতুন দিন আসে
সময় একই থাকে
দিন বদলের ফাঁকে
একই চোরাবালি
স্বপ্ন গুলো খালি
রাত ১২টার পর কি জানি কি হয়
পিয়াসী এই মন
প্রেমে অনুক্ষন
ঐ ত্রস্ত পায়
সে কি চলে যায় ?