রাজনীতি, রাজার নীতি
রাজা কোথাও নাই
রাজনীতির সংজ্ঞা কি?
উত্তর নাহি পাই।
চিত্র নাট্যর রাজনীতি
মঞ্চে নায়ক নায়িকা
গণতন্ত্রে ভিলেন 'গণ'
'নীতি' এখন একা।
নীতির আগে যে যার মত
তকমা সেটে দিয়ে
নিজের মত 'নীতি' নিয়ে
চলছে লাফিয়ে।
কাঠি বাজির নীতির ঠ্যালায়
রাজনীতি শেষ
মিউজিক্যাল চেয়ার, ছুটছে সবাই
নেইকো লজ্জার রেশ।
গিরগিটি মুখ লুকায়
রং বদলের চোটে
কার হাতে কোন পতাকা
কার শ্লোগান কার ঠোঁটে।
কোন কিছু করার নেই
রাজনীতি আছে
পকেট খালি তাতে কি?
"দেশটা" তো আছে।।