************************************************************
সোনার কলম গড়ে কি প্রতিভা?
            নাকি গড়ে নীল নখ ধারালো থাবা!
আক্রমনে পরাজিত জীবন,
            অহঙ্কার মাঝে লজ্জার ফসল।
রাজ ছত্র তলে মস্তিষ্ক নীচু
              হারিয়ে মেধা ধায় পিছু পিছু
জলের সন্ধানে মিছে খোড়াখুড়ি
            ক্ষুধিত পাষাণ এ উঠে শুধু নুড়ি।
রামধনু রঙে সাজেনা আকাশ
               বল্লমের ফলায় সূর্যের প্রকাশ
ঐতিহ্য র স্মারক ভাঙ্গিছে নিয়ত
                বিবেক, বুদ্ধি আজ পরাজিত।।

**************************