তোমার জন্য লিখব না কবিতা
তোমার জন্য গাইবো না আর গান
তোমার জন্য রেখে যাবো আমি
নীরব ব্যথার নীরব অভিমান।।
সব হারানোর তেপান্তরের মাঠে
বসবে যখন পুরোনো স্মৃতির মেলা
তারই সাথে একটু ব্যথা মিশে
পূর্ণ হবে ভালোবাসার খেলা।
হয়ত তুমি আনমনে তখন
দেখবে আকাশ আঁকবে নতুন ছবি
তুলবে না আর ছিন্ন বীনায় সুর
তোমার কথা লিখবে কোন কবি।
আলতো করে কাজল কালো চোখে
মেখে নিও শেষ বিকেলের আলো
সেই আলোতে দেখবে নিশ্চিত
তোমার মাঝে আমার প্রাণের আলো...