জানি, তুমি বাড়ি নেই ;
তবুও কড়া নাড়ে, বিষন্ন সময়।
জানি, তুমি বাড়ি নেই ;
বৃষ্টির টুপটাপ, বড় অসহায়।
বাতাবী লেবুর গাছটা নুয়ে আছে,
দরজার দক্ষিণে;
লাল হলুদ পাখীটি রোজ বসে,
ঘাড় ঘুরিয়ে কি যেন খুঁজে ফিরে
মনে হয় তোমাকে--
বুকের ভেতর বাড়িটার মধ্যে,
লাল, নীল, সবুজ পোশাক পরে
ঘুরে বেড়ায়;
সুখ, দুঃখ নাকি ভালোবাসা।
ফিরে এসো ,
থামিয়ে দাও সময়।
ফাগুনে, আবিরের রং হয়ে।
কিংবা ঝিনুকের বুকে মুক্তোর রূপালী আভা হয়ে।
দু চোখ বুজে অনুভব কর-
মহাসিন্ধুর বুক থেকে ভেসে আসা গর্জনে,
ফিরে আসার সুর।
ছুঁয়ে দেখ, ভালোবাসার নৈঃশব্দ্য----