ঢ্যাঙ কুড়কুড় ঢ্যাঙ কুড়কুড়
জন্ম দিনে "রবিঠাকুর "
হৃদয় মাঝে বাজে নূপুর
প্রানের ঠাকুর গানের ঠাকুর।
কাব্য মাঝে ছন্দ সুধা
মিটাও জ্বালা মিটাও ক্ষুধা
গানের মাঝে সুরের সনে
মিশে আছ সকল ক্ষণে।
চিন্তা, মননে, সকল কর্মে
দিবা, নিশি, মানব ধর্মে
হৃদয় শত দলে তুমি প্রেম গন্ধ
তুমি আনন্দ তুমি নব ছন্দ।।
বিশ্বকবি বিশ্ব প্রেমী বিশ্বময় প্রকাশ
তোমার চেতনায় উদ্ভাসিত ধরিত্রী আকাশ।।