দৃষ্টিতে বেদনা ছিল
লজ্জার সাথে
প্রহরে প্রহরে ব্যথাদীর্ন
স্তব্দ ধ্বনিতে।
বিপদ সীমান্তে ডাকে
হরিনী একাকী
কোপবতী সতী তুমি
নাকি পার্বতী।
অতৃপ্ত প্রণয় পরাগে
ললাটে তোমার কে জাগে
শর শয্যায় হৃদয়
ডাকে তাহারে।
মর্মঘাতে নিটোল
জীবন টলমল
প্রখর চুম্বনে বৃষ্টির রোদনে
লুকালে তুমি কাহারে ।।