তোর কথা ভুলতে চেয়ে
         নিজেকেই ভুলে যাই।
তোর স্মৃতি মুছতে চেয়ে
          নিজেকেই খুঁজে পাই।

তোর হাসি শুনতে চাই না আমি
তোর কথা কানে ভীষণ লাগে
তবু ও তোর হাসিতে কান্না লুকাই
কথা গুলো রাখি মনের মাঝে।

জানি আমি তুই আমার নোস
ভালবাসায় কাঙাল আজ আমি
তবুও কেন ফিরে না ছাই হুশ
এ কোন খেলা জানে অন্তর্যামি।

তোর সাথে কেন কথা হোল?
অতীত নিয়ে আমি বেশ ছিলাম
হৃদয় মাঝে এ কোন সুর বাজে
নতুন করে নিজেকে হারালাম।

এই জীবনে নাই বা পেলাম তোকে
তুই আমার চোখের জলে থাকিস
অনেক সুখে লুকাই তোকে বুকে
উদাস ক্ষণ এ আমায় মনে রাখিস।