বারে বারে আমি দুঃখ পেতে
তোর কাছে ফিরে যাই,
তোর মাঝে আমার আমি'কে
বারে বারে খুঁজে পাই।
পুরোনো দুঃখ আমারই থাকুক
তুই থাক শুধু সুখে,
ব্যথার রাগিণী বাজুক নীরবে
নোঙর ছেঁড়া বুকে।
আকাশ আজো জ্যোৎস্না ছড়ায়
স্মৃতিগুলো ভিজে তাতে
বিগত দিনের পিছু ডাকগুলো
জড়ায় হৃদয় তটে।
রাত্রি এখনও চাঁদের সাথে
বলে কি কোনো কথা?
তারার আলোতে লুকিয়ে
থাকে কি আকাশের আকুলতা?
নীরবতার চুপকথারা
রূপকথা হতে চায়
সীমার মাঝে অসীমের সাথে
ঘর বাঁধে অবেলায়।।