'জীবন' নাম নিয়ে বেঁচে থাকা এখন গৌণ।
সামাজিক ও রাজনৈতিক পটভূমি নিয়ে  জীবন খুব সিরিয়াস খবরের কাগজ হয়ে উঠেছে।
সময় হঠাৎ বদলাতে শুরু করল তার চরিত্র।
স্বপ্নতাড়িত জীবনের সাথে নকল বেঁচে থাকার যোগাযোগের এক ঐতিহাসিক সেতুর আরেক নাম সমাজব্যবস্থা।
ক্রোধ,ঘৃণা, ভালোবাসা,ব্যর্থতা ও একাকীত্বের অনুভূতি গুলো কে ধারণ করে বেঁচে থাকে ফিনিক্স পাখিরা।
এই শামুক জন্মে শিরা উপশিরা ফেটে নীল জ্বালায় নাম গোত্রহীন হাউসফুল বোর্ডে ঝুলছে "ফিনিক্স পাখির গল্প"
আমরা রইলাম একটি আগ্নেয়গিরির তথ্যচিত্রের জন্য।
আমরা রইলাম রাশিচিত্রের আশ্চর্য দিনগুলোর আশায়।
আমরা রইলাম জাদুঅলা বন্ধু পদাবলী গান আর পাখিদ্বীপ দেখব বলে।
পাখিরা ঘুমাতে গেলে কাঁচের ভেতর ডানা জ্বলে।
সময়ের প্রবল টানে ফিরে এসে, ধাক্কা দেয়
সময়কে ই।
নীরব উঠোনে দ্যাখো নেচে উঠে একা "মহাকাল"।